বিনোদন ডেস্ক : নায়িকা নুসরাত ফারিয়া একটি মোবাইল ফোনের প্রচারণা কার্যক্রম চালানোর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। হুওয়াই ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি-নাইন মডেলের হ্যান্ডসেটের ডিজিটাল প্রচারণায় অংশগ্রহণ করবেন তিনি। গত সোমবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে তার সঙ্গে ছয় মাসের চুক্তি স্বাক্ষরিত হয়। নুসরাত ফারিয়া বলেন, এ সময়ের তরুণদের জীবনযাপনের অপরিহার্য অংশ স্মার্টফোন। তাই স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের মডেল হুওয়াই পি-নাইনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। প্রতিষ্ঠানটির পরিচালক ইংমার ওয়্যাং বলেন, নুসরাত ফারিয়া এ প্রজন্মের তরুণদের পছন্দের নায়িকা। তার স্টাইল দর্শকপ্রিয়তা পেয়েছে। যা পুরোপুরি আমাদের ব্র্যান্ডের সঙ্গে মানানসই। আমি মনে করি, হুওয়াইয়ের সাথে নুসরাত যুক্ত হওয়ায় স্মার্টফোনের ব্যাপারে তরুণ প্রজন্মকে আরো আগ্রহী করে তুলবে। উল্লেখ্য, নুসরাত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ। তাদের তত্ত¡াবধানেই তিনি নতুন প্রচারণায় অংশ নেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন