আসামের চলচ্চিত্র জগত থেকে বলিউডে পা রাখবার উদ্দেশে এক পা এগিয়েছেন পূর্ণিমা খাতুন। বিন রঞ্ঝার ‘কামাল কারদি’ গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন তিনি বিশাল পান্ডের সঙ্গে। বিশালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে পূর্ণিমা বলেন, বিশাল শুধু যে একজন ভাল অভিনেতা তা নয়, তিনি একজন ভাল মানুষও। হিন্দি বিনোদন জগতে ‘কামাল কারদি’ আমার প্রথম কাজ। আসামের চলচ্চিত্রে আমি অনেক কাজ করেছি। এই মিউজিক ভিডিও দিয়ে আমি হিন্দিতে কাজ শুরু করলাম। শুধু অভিনয় নয় এটি আমি প্রযোজনাও করেছি। মিউজিক ভিডিওর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, যখন কেন্দ্রীয় পুরুষ চরিত্র নির্বাচনের বিষয়টি আসে আমাদের সামনে কয়েকটি পছন্দ ছিল তবে আমি ও আমার টিম শেষে বিশালকেই বেছে নেয়। তিনি সামাজিক মাধ্যমে জনপ্রিয় এক তরুণ। অভিনয়ের সময়ই উপলব্ধি তিনি শুধু ভাল শিল্পীই নন, ভাল মানুষও। দুবাইয়ে শুটিংয়ে বেরোবার এক পর্যায়ে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, খবর আসে তিনি দেশে মারা গেছেন। আমি ভেঙে পড়ি, সেই সময় বিশাল আমার পাশে দাঁড়ান এবং শুট শেষ করতে সাহায্য করেন। আমি নিশ্চিত দর্শকদের আমাদের কেমিস্ট্রি ভাল লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন