বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন চায় যুক্তরাজ্য

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ বলেছেন, বাংলাদেশে স্বচ্ছ ও অবাধ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য। প্রত্যেক দেশের গণতন্ত্রের জন্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সে কারণে বাংলাদেশেও স্বচ্ছ ও অবাধ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য।

গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘বাংলাদেশ-যুক্তরাজ্যের অংশীদারত্বের অগ্রগতি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারিক আহমেদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানায় যুক্তরাজ্য। বাংলাদেশ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ারের দায়িত্ব পেতে চলেছে। আমরা আশা করি বাংলাদেশ খুব ভালোভাবে এর নেতৃত্বের মধ্য দিয়ে এগিয়ে যাবে।

তারিক আহমেদ আরো বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। এই সংকট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। বাংলাদেশের শিক্ষার উন্নয়নে যুক্তরাজ্য সহায়তা দিয়ে আসছে। এই খাতে যুক্তরাজ্য আর ৫৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে বলে জানান তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে দুই দেশের সম্পর্কে আরও অগ্রগতি হবে। যুক্তরাজ্য ভ্রমণের রেড লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান পররাষ্ট্রসচিব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
মোঃআমিনুল ইসলাম কর্মী ১৬ নভেম্বর, ২০২১, ১:১৪ এএম says : 0
নিরপখ সরকার ছারা অন্ন কোন আলাপ চলেইনা .রাজনিতীর পাইতারা ও কোশল গন ও আমজনতার সাথে চলেনা
Total Reply(0)
Shihab Ahmed ১৬ নভেম্বর, ২০২১, ১:১৫ এএম says : 0
ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া, নিজের ভোট নিজে দেওয়া, তারপর হলো ভোট গণনা। সবগুলো পর্ব সঠিকভাবে দেখতে পারলে ভোটকারচুপির নির্বাচন ঠেকানো যেতে পারে।
Total Reply(0)
Emdadul Haque ১৬ নভেম্বর, ২০২১, ১:১৫ এএম says : 0
কথা বিশ্বাস করি না।কাজে বিশ্বাস করবো।
Total Reply(0)
Sanaullah Ashiki ১৬ নভেম্বর, ২০২১, ১:১৫ এএম says : 0
আগে নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে,,
Total Reply(0)
Md Saifuddin Islam Saif ১৬ নভেম্বর, ২০২১, ১:১৫ এএম says : 0
চেতনা বিরোধী কথাবার্তা মেনেনেয়া হবে না
Total Reply(0)
TaHeR Khan ১৬ নভেম্বর, ২০২১, ১:১৫ এএম says : 0
আওয়ামীলীগ এর ঘুম হারাম হয়ে যাবে এই কথা বলবেন না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন