বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

প্রবাসীর ব্যাগে মিলল দেড় কোটি টাকার অলংকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ৮:২৩ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও হীরার অলংকার উদ্ধার করা হয়েছে। তিনি অবৈধভাবে দুবাই থেকে সোনা ও হীরার অলংকারগুলো বাংলাদেশে এনেছিলেন।

সোমবার রাতে প্রায় আড়াই কেজির অলংকারসহ তাকে আটক করে বিমানবন্দরের কাস্টমস বিভাগ।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর জানান, ওই যাত্রীর নাম শাহজাহান মিয়া। সোমবার তিনি দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন।

তিনি ইমিগ্রেশন সম্পন্ন করে তার কাছে ২৩২ গ্রাম সোনার ২টি বার আছে বলে কাস্টমসে ঘোষণা করেন এবং সেগুলোর শুল্ক পরিশোধ করেন। এছাড়াও তিনি ৯৬ গ্রাম স্বর্ণালংকার এনেছেন বলে ঘোষণা করায় তাকে ব্যাগেজ সুবিধা (শুল্কমুক্ত) দেওয়া হয়।

শুল্ক ও কর পরিশোধ শেষে শাহজাহান গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময়ে ওই যাত্রীর লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় তার ট্রলি ব্যাগের ভেতর সোনার অস্তিত্বের ইমেজ পাওয়া যায়। পরে ব্যাগ থেকে ঘোষণা বহির্ভূত হীরা ও অন্যান্য পাথর খচিত স্বর্ণের ১৮টি নেকলেস ও ১টি চেইন (স্টোন ও ট্যাগসহ ৭১৪.৮৭৬ গ্রাম), ২৭৮টি আংটি (স্টোন ও ট্যাগসহ ১৫১০.৩২ গ্রাম), ৬টি চেইন (স্টোন ও ট্যাগসহ ৩১.৯৯ গ্রাম) উদ্ধার করা হয়।

এগুলোর ওজন প্রায় ২ কেজি ২৫৭ দশমিক ১৮৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

মো. সানোয়ারুল কবীর বলেন, যাত্রী মিথ্যা ঘোষণা প্রদান করায়, তার ঘোষিত ও শুল্ক পরিশোধিত ২টি স্বর্ণবার ও ব্যাগেজ সুবিধায় প্রদত্ত ৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ২ কেজি ৫৮৫.৬০ গ্রাম সোনা আটক করা হয়।

আসামির বিরুদ্ধে কাস্টমস আইন ও ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
পলাশ ১৬ নভেম্বর, ২০২১, ১:০৪ পিএম says : 0
অবৈধভাবে সোনা ও হীরার অলংকার আনা ঠিক হয় নি
Total Reply(0)
বুলবুল আহমেদ ১৬ নভেম্বর, ২০২১, ১:৩০ পিএম says : 0
শুল্ক ফাঁকি দিয়ে কোন কিছু আনা ঠিক হয় নি
Total Reply(0)
নওরিন ১৬ নভেম্বর, ২০২১, ১:৩৬ পিএম says : 0
এরকম ঘটনা প্রায়ই ঘটে
Total Reply(0)
মাজহারুল ইসলাম ১৬ নভেম্বর, ২০২১, ১:৩৬ পিএম says : 0
যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদেরকেও ধরুন
Total Reply(0)
খাজা নিজাম উদ্দিন ১৬ নভেম্বর, ২০২১, ১:৩৮ পিএম says : 0
শুল্ক দিয়ে আনলে এরকম সমস্যায় পড়তে হতো না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন