কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এস এম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্যারাবনের ঝোপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় সাদা রংয়ের ১টি বস্তা দেখা যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময়ে উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদেরকে আটক করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন