বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর আগে কবি নির্মলেন্দু গুণ একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এবার তিনি নিজেই বিজ্ঞাপনের চিত্রনাট্য তৈরি করেছেন। তার চিত্রনাট্য তৈরি হয়েছে সাদা চুল কালো করা নিয়ে। অর্থাৎ হেয়ার কালার নিয়ে। বিজ্ঞাপনে দেখা যাবে, স্বামীর সাদা চুল কালো করার কৌশল। সাদা চুল কালো করে স্ত্রীকে অবাক করে দেয় স্বামী। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সাখাওয়াত হোসেন মিঠু। মডেল হয়েছেন সজিব খান ও শামসুর নাহার ছামিয়া ও শিশুশিল্পী রাহাম। সম্প্রতি ধানমন্ডির একটি বাসায় বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ৩০ সেকেন্ড ব্যাপ্তির বিজ্ঞাপনটি শীঘ্রই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান। উল্লেখ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টিভি নাটক নির্মাণ করলেও এটি মিঠুর প্রথম বিজ্ঞাপন নির্মাণ। এ ব্যাপারে তিনি বলেন, বিজ্ঞাপন নির্মাতা হিসেবে এটি আমার প্রথম কাজ। চেষ্টা করেছি ভালো কিছু করতে। আশা করি ভালো লাগবে সবার। এরপর আরও কয়েকটি বিজ্ঞাপন নির্মাণের কাজ হাতে রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন