জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’-এর আসন্ন পর্বে বিচারকের আসনে গায়ক বাদশাহ এবং শিল্পা শেট্টির সঙ্গে যোগ দিচ্ছেন অভিনেত্রী কিরণ খের। সবসময়ই ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ আমার খুব আপন অনুষ্ঠান। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের সঙ্গে এই নিয়ে নয় বছর আছি, বিচারক প্যানেলের জুরি হিসেবে থাকা এক অসাধারণ অভিজ্ঞতা। মনে হয় যেন নিজের বাড়ি ফিরছি। প্রতি বছর দেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভাবানদের তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের প্রতিভা দিনে দিনে আরও বাড়ছে দেখে আমি অভিভূত। তিনি আরও জানান, এটি প্রতিভা প্রকাশের জন্য একটি অনন্য প্লাটফর্ম। বাদশাহ আর শিল্পা শেট্টির সঙ্গে যোগ দিতে পারছেন বলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ‘কোনও অনুষ্ঠানের অংশ হতে পারা বরাবর আমার জন্য গর্বের। অনেকের স্বপ্নকে আমরা বাস্তব করতে পারছি এর মাধ্যমে। পাঞ্জাবি মুন্ডা বাদশাহ আর শিল্পা শেট্টির সঙ্গে কাজ করতে পারাও বড় ব্যাপার। দেখা যাক এবারের অনুষ্ঠানে আমরা কেমন প্রতিভাদের আবিষ্কার করতে পারি,’ তিনি বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন