চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নামে একটি বাজারের নামকরণ করা হয়েছে। বাজারটির নাম ‘কাঞ্চন বাজার’। ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর পাবনার পাড় ঘোড়াদহতে তার নামেই একটি উচ্চবিদ্যালয় স্থাপন করেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে এই বিদ্যালয়টিকে ঘিরে একটি বাজারের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই বাজারেরই নাম দিয়েছেন কাঞ্চন বাজার। বিষয়টি নিয়ে আবেগাপ্লুত ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, জাহানারার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেছি। এখন এটিকে কলেজে রূপান্তর করতেও চেষ্টা করছি। স্কুলটিকে ঘিরে যে বাজারের সৃষ্টি হয়েছে, এটিকে আমার নামে ভালোবেসেই রেখেছেন স্থানীয়রা। মানুষের এই ভালোবাসাতেই বাকি জীবন কাটিয়ে দিতে চাই। ১৯৯৩ সালে ২২ অক্টোবর নিজ হাতে বিস্কুট বানিয়ে দুই সন্তানকে নিয়ে বান্দরবানে স্বামীর শুটিং সেটে যাওয়ার পথে চট্টগ্রামের পটিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের ধাক্কায় মারা যান জাহানারা কাঞ্চন। সেই থেকে তিনি নিরাপদ সড়ক করার আন্দোলন নিয়ে কাজ শুরু করেন। প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠান। সংগঠনটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন