শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

জাহেদ খোকন গৌহাটি (ভারত ) থেকে : গৌহাটি-শিলং এসএ গেমস ফুটবলে ‘বি’ গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে জায়গা পেলো বাংলাদেশ। গতকাল গৌহাটির সাই স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে প্রথমে পিছিয়ে থেকেও বাংলাদেশ ২-১ গোলে হারায় শক্তিশালী নেপালকে। বিজয়ীদের হয়ে ডিফেন্ডার রায়হান হাসান ও ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন একটি করে গোল করেন। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার অনন্ত তামাং। নেপালের বিপক্ষে ড্র কিংবা অল্প ব্যবধানে হারলেও শেষ চারে পৌঁছতে পারতো এসএ গেমসের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু ড্র নয়, জয়ের ক্ষুধা নিয়েই গতকাল সাই স্টেডিয়ামে মাঠে নেমেছিলো বাংলাদেশ অলিম্পিক দল। কিন্তু ম্যাচের শুরুতেই গোল হজম করে চাপে পড়ে যায় লাল-সবুজরা। ৩ মিনিটে রায়হানের ভুলে কর্নার পেয়ে তা থেকেই দারুন এক হেডে গোল করে নেপালকে এগিয়ে নেন অনন্ত তামাং (১-০)। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে অধিনায়ক রেজাউল করিম রেজার দল। কিন্তু বেশ কয়েকবার সংঘবদ্ধ আক্রমন করেও গোলে দেখা যখন মিলছিল না, ঠিক তখনি বাংলাদেশ শিবিরকে আনন্দে ভাসান রায়হান। ৪০ মিনিটে চমৎকার এক গোল করে ম্যাচে সমতা আনেন রায়হান। এসময় মাঝমাঠ থেকে শাহেদ বল বাড়ান জীবনের উদ্দেশ্যে। তিনি ফাকায় দাড়ানো রায়হানকে বল দিলে তা জালে জড়াতে ভুল করেননি এই ডিফেন্ডার (১-১)। সমতায় ফিরেই এগিয়ে যেতে আত্মবিশ্বাসী হয়ে উঠেন বাংলাদেশের ফুটবলাররা। সেই আতœবিশ্বাস থেকেই প্রথমার্ধের ইনজুরি দলের সময়ে লাল-সবুজদের হয়ে দ্বিতীয় গোল করে স্কোর লাইনটা আরও এক ধাঁপ উপরে নিয়ে যান তরুন ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। বক্সের ভেতরে হেমন্ত ভিনসেন্টের মাইনাস থেকে বল পেয়ে তা জালে ঠেলতে দেরী করেননি জীবন (২-১)। দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমনের ধারা ধরে রাখে বাংলাদেশ অলিম্পিক দল। কিন্তু আর ব্যবধান বড় করতে পারেনি তারা। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্প্যানিশ কোচ গঞ্জালো মরেনো শীর্ষ্যদের। নিজেদের প্রথম ম্যাচে ভূটানের সাথে ১-১গোলে ড্র করেছিলো বাংলাদেশ। শক্তিশালী নেপালের বিপক্ষে জয় পেয়ে দারুন খুশী কোচ গঞ্জালো মরেনো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ছেলেদের পারফরমেন্সে আমরা দারুন খুশী। নেপাল অনেক শক্তিশালী দল। ওদের দলের তিন চারজন ফুটবলার আছেন কোয়ালিটি সম্পন্ন। আশা করছি সেমিফাইনালে ভারতকে হারিয়ে আমরা ফাইনালে যেতে পারবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন