বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার গৌহাটি (ভারত) থেকে : গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসের মহিলা হ্যান্ডবলে ‘বি’ গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা পেলো বাংলাদেশ। তবে নিয়মিত গোলরক্ষক শিলা রায় একাদশে না থাকায় এবং অতিরিক্ত গোলরক্ষক সুশীলা ইনজুরিতে পড়ায় দুঃশ্চিন্তায় পড়েছে লাল-সবুজরা। এখন নিশ্চিত একটি পদক হাতছাড়া হওয়ার শঙ্কায় ভুগছে তারা। গ্রæপের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। গতকাল সোনাপুরের এলএনআইপিই ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ৩৪-২৭ গোলে হারায় মালদ্বীপকে। প্রথমার্ধে বিজয়ীরা ২২-১১ গোলে এগিয়ে ছিলো। বাংলাদেশের শিল্পী ৭, সুমি ও ডালিয়া ৬টি করে এবং শিরিনা ও ফাল্গুনি ৪টি করে গোল করেন। আজ সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রæপ রানার্সআপ নেপালের বিপক্ষে। স্থানীয় সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হবে। কিন্তু শেষ চারে মাঠে নামার আগে দুঃশ্চিন্তা পিছু নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। কারণ লাল-সবুজদের নিয়মিত গোলরক্ষক শিলা রায় সেমিফাইনালে খেলবেন না। শুক্রবার তার মা মারা গেছেন। ফলে গতকাল সকালেই শিলাকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। গ্রæপের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জাতীয় মহিলা দলের অতিরিক্ত গোলরক্ষক সুশীলা খেললেও ম্যাচের শেষ দিকে তিনি হাতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন। যে কারণে বাকি সময় অধিনায়ক সাহিদা খাতুনকে গোলবার সামলাতে হয়।
বাংলাদেশ দলের কোচ দিদার হোসেন জানান, বাংলাদেশ ছাড়া এসএ গেমসে অংশগ্রহণকারী প্রতিটি দলই ১৬ জন করে খেলোয়াড় নিয়ে গৌহাটি এসেছে। অথচ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্দেশে ১৪ খেলোয়াড় নিয়ে দল গড়েছে হ্যান্ডবল ফেডারেশন। দিদার বলেন,‘নিশ্চিত একটি পদক হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছি। আরো দু’জন খেলোয়াড় দলে থাকলে গোলরক্ষক নিয়ে ভাবতে হতো না। এদের মধ্যে একজন অবশ্যই গোলরক্ষক থাকতেন। বিওএ’র নির্দেশনা মানতে গিয়ে এখন আমরা বিপদে পড়ে গেছি। বলতে পারছি না সেমিফাইনালে গোলরক্ষক নিয়ে মাঠে নামতে পারবো কিনা। যদি সুশীলার হাতের ইনজুরি না সারে তাহলে অন্য পজিশনের খেলোয়াড়কেই গোলরক্ষকের দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে ফলাফল কি হয় বলতে পারছি না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন