অ্যাপলের জন্য কিংবদন্তীতুল্য ব্যান্ড গ্রেটফুল ডেডকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন মার্টিন স্করসেসি। চলচ্চিত্রটিতে ব্যান্ডের প্রধান জেরি গারসিয়ার (মাঝে) ভূমিকায় অভিনয় করবেন জোনা হিল (বামে)। ল্যারি কারাসজেইস্কি এবং স্কট আলেকজান্ডার চিত্রনাট্য লিখবেন। স্করসেসি এবং রিক ইয়ন্সের সঙ্গে ব্যান্ডের জীবিত সদস্যরা প্রযোজনার দায়িত্বে থাকবেন। গার্সিয়ার ভূমিকা কতটা গুরুত্ব পারবে জানা না গেলেও জানা গেছে তার নেতৃত্বে ১৯৬৫তে গ্রেটফুল ডেড গঠন থেকেই কাহিনী বিস্তৃত হবে। এলএসডি প্রভাবিত সাইকাডেলিক রক ধারা গানের সৃষ্টিতে গ্রেটফুল ডেডের ভূমিকা থাকবে ফিল্মের কাহিনীতে। হিল এর আগে স্করসেসির পরিচালন ২০১৩’র ‘দ্য উল্ফ অফ ওয়াল স্ট্রিট’ ফিল্মে অভিনয় করেছেন। হিল জানান, স্করসেসি তাকে পরিচালনায় অনুপ্রাণিত করেছেন। গারসিয়ার মত দাঁড়ি রাখার আগে হিলকে নেটফ্লিক্সের ‘ডোন্ট লুক আপ’ ফিল্মে লিওনার্ডো ডিক্যাপরিও, জেনিফার লরেন্স, আরিয়ানা গ্রান্ডে, কিড কাডি, রন পার্লম্যান, টিমোথি শালামে, কেইট ব্লানচেট এবং টাইলার পেরির সহাভিনয়ে দেখা যাবে। বর্তমানে বিশ্ব রাজনীতি নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ১০ ডিসেম্বর থেকে ফিল্মটি স্ট্রিম হবে। এর মধ্যে গ্রেটফুল ডেড নিয়ে ফিল্মের লোকেশন সন্ধান চলছে যুক্তরাষ্ট্রের বস্টনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন