বিনোদন ডেস্ক : অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকেন। গত ঈদে তার নতুন অ্যালবামও প্রকাশিত হয়েছে। তবে তার গায়ক হয়ে উঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভ‚মিকা রাখে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ব্যাপক জনপ্রিয় সিনেমা মনপুরায় প্লেব্যাকের মাধ্যমে। তখন তার কণ্ঠ শুনে শ্রোতারা মুগ্ধ হন। বাবুও গানের পথে পা বাড়ান। তবে নতুন খবর হলো তিনি আবারো প্লেব্যাক করেছেন। নাদের চৌধুরীর পরিচালনাধীন ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় তিনি একটি গান গেয়েছেন। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আমার মাথায় যত চুল’ শিরোনামের গানটির সুর-সংগীত করেছেন ইমন সাহা। বাবু বলেন, গানের কথাগুলো চমৎকার। আর সুর-সংগীতও হয়েছে খুব ভালো। আশা করছি, গানটি সকলের কাছে ভালো লাগবে। উল্লেখ্য, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। আরো অভিনয় করেছেন জলি, শাহ রিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশিদ, কাজী শিলা, শামিমা আক্তার বেবী প্রমুখ। সিনেমাটির শুটিং এখন ভোলায় হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন