শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে আগামীর তারকা সিজন-২

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

‘লক ডাউনে ঘরবন্দী জীবনে মেতে উঠুন সুপ্ত প্রতিভা বিকাশে’ এই স্লোগান সামনে রেখে এটিএন এমসিএল, এটিএন বাংলা ও মিরর মিডিয়া আয়োজন করেছিল দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন এবং দুই বাংলার যৌথ আয়োজনে আগামীর তারকা-২০২০। অভিনয় ও সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা সফলভাবে শেষ করে আবারও শুরু হতে যাচ্ছে আগামীর তারকা-২০২১, সিজন-২। এ উপলক্ষে সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে আগামীর তারকা- ২০২১ এর আনুষ্ঠানিক ঘোষণা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। নতুন শিল্পীদের সাধুবাধ জানিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আগামী দিনের তারকা অন্বেষণে এটিএন বাংলার চেষ্টা অব্যহত থাকবে এবং এ প্রচেষ্টায় কিছুটা হলেও শিল্পী সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগামীর তারকা-২০২১ অনুষ্ঠানের সঙ্গীত বিভাগের বিচারক ফাতেমাতুজ জোহরা, মানাম আহমেদ, আখি আলমগীর ও এস আই সুমন এবং নৃত্য বিভাগের বিচারক নিলুফার ওয়াহিদ পাপড়ি, মুনমুন আহমেদ ও সোহেল রহমান। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন শ্রাবণ্য তৌহিদা। আগামীর তারকা- ২০২১, সিজন-২ এর বিস্তারিত তুলে ধরেন প্রতিযোগিতার চীফ কোঅর্ডিনেটর সাজেদুর রহমান মুনিম, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, এটিএন নিউজ এর সিইও মোতাহার হাসান ও মিরর মিডিয়ার সিইও মাসুদুর রহমান। উল্লেখ্য, আগামীর তারকা-২০২১ প্রতিযোগিতায় ১২ থেকে ৩০ বছর বয়স ক্যাটাগরীতে এ বছর নৃত্য ও সঙ্গীত নিয়ে বাছাই পর্ব শুরু হয়েছে। দেশের ৮টি বিভাগীয় শহরে চলবে বাছাই পর্ব। অনলাইন, হোয়াটসঅ্যাপ- +৮৮০১৭১৫০০৮৩১০ ও ই-মেইল এর মাধ্যমে ২টি করে নৃত্যের অথবা ২টি করে সঙ্গীত এর ভিডিও সহ পূর্ণ জীবন বৃত্তান্ত পাঠিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
মোঃ সোহেল সরকার ২৭ নভেম্বর, ২০২১, ১২:১০ পিএম says : 0
আমি গান করতে চাই,, পাবনা জেলা
Total Reply(0)
Sabbir Hossain sopon ২৭ ডিসেম্বর, ২০২১, ৪:২৮ পিএম says : 0
Ami apps onek bar msg dichi Kono response Pai ni...Ami registration korte cai.
Total Reply(0)
মোঃজহিরুল ইসলাম ৩ জানুয়ারি, ২০২২, ৭:১৬ পিএম says : 0
আমি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই
Total Reply(0)
md Abu said sarkar ২২ জানুয়ারি, ২০২২, ১১:০৬ এএম says : 0
Ami gan gaite chai gaibandha district
Total Reply(0)
মোঃজহিরুল ইসলাম ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম says : 0
আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই
Total Reply(0)
মোঃ আবু সাইদ সরকার ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪৭ পিএম says : 0
আমি রেজিষ্ট্রেশন করেছি কিন্তু আমি কোনো এস এম এস পাই নাই
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন