স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন সঙ্গীতশিল্পী মুনতাসির তুষার। এরই মধ্যে প্রায় সবগুলো গানের রেকর্ডিংও স¤পন্ন করেছেন তিনি। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের তারকাশিল্পীরা। এ তালিকায় আছেন, কুমার বিশ্বজিৎ, পপশিল্পী মেহরীন, বাদশা বুলবুল, প্রিয়াঙ্কা গোপ, পারভেজ সাজ্জাদ, ঐশীসহ আরও অনেকে। বিভিন্ন গীতিকারের লেখা সবগুলো গানেরই সুর-সংগীত করছেন মুনতাসির তুষার। তিনি বলেন, চলতি বছর ২৬ মার্চে আমি ঘোষণা দিয়েছিলাম, স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ৫০টি মৌলিক গান করব। সেই ঘোষণা থেকেই গানগুলো তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই আমরা প্রায় সবগুলো গানের রেকর্ডিং শেষ করেছি। এখন চলছে ভিডিও নির্মাণের কাজ। মেহরীন বলেন, খুবই ভালো একটি উদ্যোগ। খুব ভালো লাগছে, দেশের সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে পেরে। মুনতাসির তুষার জানান, আগামী মাস থেকে ১০টি করে গান ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। সবগুলো গানই প্রকাশ হবে অক্ষর রেকর্ডসের ব্যানারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন