শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিনোদনমূলক ইসলামী ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বৈশাখী টিভির ইসলামী বিনোদনমুলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’। নিয়মিতভাবে প্রচারিত হয়ে আসছে প্রতি মাসের শেষ শুক্রবার। নতুন পর্ব প্রচার হবে আজ রাত সাড়ে ৮ টায়। বিভিন্ন শিল্পী, নাট্যকার ও কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত এ অনুষ্ঠান সাজানো হয়েছে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই। রয়েছে বিলুপ্তপ্রায় সার্কাস নিয়ে একটি বিশেষ পর্ব। অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠানের শুরুতেই রয়েছে চমক। দেখা যাবে, উপস্থাপক মঞ্চে আসার আগেই ইবলিশ শয়তান ও তার সহযোগী খান্নাস মঞ্চ দখল করে নেয়। উপস্থাপক মঞ্চে উঠেই শয়তানকে বিতাড়িত করার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর ভয়ে শয়তান পালিয়ে যান। শয়তানের ভূমিকায় আবদুল আজীজের অন্যরকম অভিনয় দর্শকদের মুগ্ধতা ছড়াবে। বিআরবি হসপিটাল নিবেদিত এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছে ন্যাশনাল মিডিয়া সেন্টার। বর্তমানে বিনোদনের নামে অপসংস্কৃতি অশ্লীলতা, অনাচার ক্রমশ: গিলে খাচ্ছে আমাদের মানবিক মূল্যবোধ। এ থেকে উত্তরণের উপায় এবং সত্য, সুন্দর মানবিক উপস্থাপনার নামই অন্যরকম ম্যাগাজিনের প্রতিপ্রাদ্য। অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালনাক এইচ এম বরকতুল্লাহ বলেন, ইসলামী জীবন ব্যবস্থায় সত্য সুন্দরের কথাই বিনোদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ ম্যাগাজিনে। আমরা জানি, একটি শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র তার পরিবার। আমাদের পরিবারগুলোতে এখন নৈতিক শিক্ষার অভাবে অনেক সন্তান বড় হয়ে সমাজের অন্ধকার জগতে চলে যাচ্ছে এবং নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। পারিবারিক শিক্ষার কারণেই একজন সন্তান যেমন আলোকিত মানুষ হতে পারে আবার সেই সন্তান হতে পারে অসৎ এবং বিপথগামী। এসব সচেতনতাই তুলে ধরা হয়েছে অন্যরকম ম্যাগাজিনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন