স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেষ নয় মিনিটের ঝড়ে জয় পেল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ২-০ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে। বিজয়ী দলের হয়ে মিডফিল্ডার সোহেল রানা ও নাইজিরিয়ান মিডফিল্ডার সাইমন ইজেওদিকা একটি করে গোল করেন। এই জয়ে মুক্তিযোদ্ধা ১১ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে তালিকার পঞ্চমস্থানেই রইলো। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ফেনীর অবস্থান নবমস্থানে। কাল ম্যাচের শুরু থেকে মুক্তিযোদ্ধা গোলের জন্য মরিয়া থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা গোলের দেখা পায় শেষ মুহুর্তে। ম্যাচের ৮৪ মিনিটে ফেনীর বক্সে ফাউলের সুবাদে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা। পেনাল্টি শটে মুক্তির মিডফিল্ডার সোহেল রানা গোল করলে এগিয়ে যায় তার দল (১-০)। যোগ করা সময়ে (৯৩ মিনিটে) গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়ে মুক্তিযোদ্ধার নাইজিরিয়ান মিডফিল্ডার সাইমন ইজেওদিকা ঠান্ডা মাথায় বল জালে পাঠান (২-০)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন