রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মদিনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত চার, আহত ৪৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সউদী আরবে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪৪ জন। শুক্রবার মদিনার মহাসড়কের এ দুর্ঘটনার তথ্য জানায় সউদী সংবাদমাধ্যম আরব নিউজ। খবরে জানা যায়, মদিনা প্রদেশের আল হিজরাহ মহাসড়কে ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস চলছিল। এ সময় উল্টো দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মদিনা সিটি থেকে ৯০ কিলোমিটার দূরত্বে আল ইউতামাহ শহরের পর এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় অ্যাম্বুল্যান্স ডাকা হয়। যদিও কর্তৃপক্ষ ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করেনি। মক্কা ও মদিনা প্রদেশের মধ্যে সংযোগ তৈরি করা রাস্তাগুলোর মধ্যে এটি অন্যতম ব্যস্ততম একটি সড়ক। দুই বছর আগে এর সংস্কার কাজ করা হয়েছিল। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে যেতে সাধারণ মুসল্লিরা এ পথ ব্যবহার করেন। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে দেখা গেছে, একটি বাস সামনে ও পাশের দিকে দুমড়ে-মুচড়ে যায়। আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন