শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কালিগঞ্জে ২টি পিস্তল ও ৩০টি ককটেলসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ১২:৩২ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুটি দেশীয় পিস্তল ও ৩০টি ককটেলসহ বোমা মজিদ ও আবু মুছা নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন মোড়ল পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। যেখানে সকাল ৮টা থেকে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

গ্রেফতার বোমা মজিদ কালিগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং আবু মুছা একই উপজেলার শ্রীরামপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, তৃতীয় ধাপে রোববার সকাল ৮টা থেকে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ও দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন