শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

লিরা কারসাজি তদন্তের নির্দেশ

ইকো সম্মেলনে অংশ নিতে তুর্কমেনিস্তান সফরে এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অর্থনৈতিক সহযোগিতামূলক সংগঠন ইকোনেমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইকো) সম্মেলনে যোগ দিতে তুর্কমেনিস্তানে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তার সাথে একটি তুর্কি প্রতিনিধি দলও আছে। শনিবার তিনি এ সফরে যান বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। তুর্কমেনিস্তানে যাওয়ার পর এরদোগানকে বিমানবন্দরে স্বাগত জানান দেশটির মন্ত্রিসভার সহ-সভাপতি চ্যারি গাইলিজভ। এসময় তুর্কমেনিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তোগান ওরাল ওই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ইকো সম্মেলনে যোগ দিবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এ ইকো সম্মেলনে সভাপতিত্ব করবেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলী বেরদিমুহাম্মদ। এরদোগান এ সম্মেলনে অন্যান্য ইকো সসদ্য রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। এ সফরে এরদোগানের সাথে আছেন শক্তি ও প্রাকৃতিক সম্পদ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট মন্ত্রী। ইয়েনি শাফাক এ খবর জানায়। অপরদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেশটির মুদ্রা লিরাকে ঘিরে সম্ভাব্য কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। এই সপ্তাহে লিরার রেকর্ড দরপতনের পর এই নির্দেশ দিলেন তিনি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ একটি নিরীক্ষা সংস্থা স্টেট সুপারভাইজরি কাউন্সিলকে এরদোগান নির্দেশ দিয়েছেন বিদেশি মুদ্রা বিপুল পরিমাণে কারা কিনেছে তা চিহ্নিত করতে এবং কোনও কারসাজি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য। এরদোগান সুদের হার কমানোর প্রতিশ্রুতি ঘোষণার পর এই সপ্তাহে লিরার রেকর্ড দরপতন হয়। এই বছর মুদ্রাটির ৪৫ শতাংশ মূল্য কমেছে। এর মধ্যে গত দুই সপ্তাহে অর্ধেক পতন হয়েছে। গত মঙ্গলবার ডলারের বিপরীতে লিরার মূল্য ছিল ১৩.৪৫। এরদোগানের বক্তব্যের পরই ১৫ শতাংশ দরপতন হয়। তুর্কি প্রেসিডেন্ট দাবি করেছিলেন, তুরস্ক স্বাধীনতার অর্থনৈতিক যুদ্ধ করছে এবং কোনও চাপে গতি পাল্টাবে না। তুরস্কের স্টেট সুপারভাইজরি কাউন্সিল যে কোনও প্রতিষ্ঠানের কাছে সংশ্লিষ্ট তথ্য ও নথি চাইতে পারে এবং তাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারে। ইয়েনি শাফাক, রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন