শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুক্তালয় নাট্যাঙ্গন-এর ২৫ বছর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

১ ডিসেম্বর ‘মুক্তালয় নাট্যাঙ্গন’-এর ২৫ বছর পূর্তি। ঐদিন সন্ধ্যা ৫.৩০টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আমিনুল হক আমীন রচিত ও নির্দেশিত স্বল্পদৈর্ঘ্য নাটক ‘চতুর ভোলা’ মঞ্চায়ন এবং থিয়েটার আড্ডার আয়োজন করা হয়েছে। একই সাথে ‘মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা পদক ২০২১’ প্রদান করা হবে। এবারে এ সম্মাননা পদক পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, মঞ্চ, টেলিভিশন অভিনেত্রী নার্গিস। আরও থাকছে মঞ্চের পেছনের কলাকূশলীদের জন্য সম্মাননা স্মারক। ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি সকলের জন্য উন্মোক্ত থাকবে। বাংলাদেশের গ্রুপ থিয়েটার অঙ্গনে ‘মুক্তালয় নাট্যাঙ্গন’ দীর্ঘ ২৫ বছর ধরে নাট্যচর্চা করে আসছে। এ পর্যন্ত ১১টি নাটকের দুই শতাধিক মঞ্চায়নের মাধ্যমে দেশের নাট্যাঙ্গনে অবদান রাখতে সক্ষম হয়েছে মুক্তালয়। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে আমিনুল হক আমীন রচিত ও নির্দেশিত ‘ফাঁদ’, ‘রক্তঝরা দিনগুলি’, ‘আর কলঙ্ক নয়’, ‘ইসকুলে ভর্তি হই এখনি’, ‘ঘুন’, ‘মুক্তি’ ইত্যাদি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন