শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আলিয়া ভাট নিজের বাসায় উঠতে যাচ্ছেন

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বেশ কিছুদিন ধরেই আলিয়া ভাট নিজের বাসায় ওঠার ব্যাপারে ভাবছেন। এমন নয় যে বাবা চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট আর মা অভিনেত্রী সোনি রাজদানের সঙ্গে তার বনিবনা হচ্ছে না। তিনি এখন নিজে আয় করছেন, তাই তিনি বাবা-মায়ের জুহুর বাসা ছেড়ে নিজের বাসায় উঠবেন বলে স্থির করেছেন।
অভিনেত্রীটি জানিয়েছেন বোন শাহিন ভাটকে নিয়ে তিনি কয়েক সপ্তাহের মধ্যেই পৈত্রিক নিবাস ছাড়ছেন। নতুন বাসায় ওঠা নিয়ে তিনি এরমধ্যে পরিকল্পনাও করে ফেলেছেন।
আলিয়া বলেছেন, “আমাদের সবার জন্য এটি দারুণ একটি পর্ব বলে নতুন বাড়িতে প্রথম রাতটি আমি মা, বাবা আর আমার দাদা-দাদিকে উৎসর্গ করব। সবাইকে আমি আমি রাতের খাবারের জন্য দাওয়াত দেব এবং আশা করি আমি তাতে একজন ভাল মেজবান হব।”
আলিয়া এখন বরুণ ধাওয়ানের বিপরীতে তার আগামী চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছেন। তিনি জানান তার বাড়িটি খুব চাকচিক্যময় হবে না। “এটি হবে উষ্ণ আর আরামদায়ক জায়গা। এতে জাঁকালো কিছু থাকবে না, গø্যামারাসও হবে না। আমি প্রাচীন সজ্জা পছন্দ করি। এখনও সেভাবে সাজাচ্ছি,” তিনি বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন