শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শর্মিলার নতুন গান ‘এত আলো নিয়ে চাঁদ একলা’

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মিষ্টি কণ্ঠের গায়িকা শর্মিলা সিনহা এবার দ্বিতীয় গান নিয়ে হাজির হলেন অনলাইন শ্রোতাদের কাছে। ইউটিউবে প্রকাশ হয়েছে শর্মিলার গাওয়া ‘এত আলো নিয়ে চাঁদ একলা’ শিরোনামের গান। শুভাশিস সিনহার লেখা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন শান। এর আগে চলতি বছরের জুলাইয়ে শর্মিলার গাওয়া ‘আমি মেঘে মেঘে’ শিরোনামের একটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সেই রেশ থাকতেই থাকতেই নতুন গান প্রকাশ করলেন এই শিল্পী। মণিপুরি থিয়েটারের নাট্যচর্চার সঙ্গে যুক্ত শর্মিলার গানের ভুবনে বিচরণ ছোটবেলা থেকেই। ছায়ানট এবং বিভিন্ন ওস্তাদের কাছে নিয়েছেন গানের তালিম। প্রায় ২০ বছর ধরে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটারের সঙ্গীত নির্দেশক ও সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করছেন তিনি। শর্মিলা সিনহা বলেন, ‘ছোটবেলা থেকে মঞ্চেই বেশি গান করা হয়েছে। কিন্তু দ্বিতীয়বারের মতো গান রেকর্ড করে অনলাইনে প্রকাশ করলাম। আশা করি গানটি সবার ভালো লাগবে। শুভাশিস সিনহার লেখা ও সুর করা গান নিয়ে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে একক অ্যালবাম প্রকাশের কাজ শুরু হয়েছে। ‘আমি মেঘে মেঘে’, ‘এত আলো নিয়ে চাঁদ একলা’ গান দুটো অ্যালবামে থাকবে। এছাড়া আরও কিছু গান তৈরি হচ্ছে অ্যালবামের জন্য। শর্মিলা সিনহা মণিপুরি থিয়েটারের অন্যতম সদস্য। এ দলটির বেশিরভাগ নাটকেরই সঙ্গীতশিল্পী তিনি। কবি, নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহার বড় বোন শর্মিলা সিনহা বর্তমানে একটি কলেজে শিক্ষকতা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন