বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশ পেয়েছে মিক্সড অ্যালবাম কিছু কথা বলার ছিল। অ্যালবামের টাইটেল গানটি লিখেছেন গীতিকার আশিক বন্ধু। শাহরিয়ার রাফাতের সুর সঙ্গীতে গানটি গেয়েছেন কাজী শুভ ও প্রিয়া। ইউটিউব ও অ্যালবামে প্রকাশিত হয়েছে গানটি। ওয়ান মিউজিকের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, গানটির কথা যেমন চমৎকার. তেমনি আবেগ ছোঁয়া সুর রয়েছে। ভক্তরা গানটি বেশ পছন্দ করেছেন। গানটির মিউজিক ভিডিও করার পরিকল্পনা চলছে। অচিরেই ভিডিও শুটিং আউটডোরে শুরু হবে। গীতিকার আশিক বন্ধু বলেন, কিছু কথা বলার ছিল গানটি যখন লিখতে বসি, তখন অনেক রাত। সারা রাত ধরে বেশ ভাবনা চিন্তার পর গানটি লিখেছি। ভালো লাগছে, এখন গানটির অডিও নিয়ে ভালো সাড়া পাচ্ছি। অ্যালবামে অন্যান্য শিল্পীরা হলেন, কাজী শুভ, নাজু আখন্দ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন