শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মুক্তি পেয়েছে বাপ্পীর ওয়ান ওয়ে : এক রাস্তা

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে : এক রাস্তা’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য অ্যাড্রেস’। ইফতেখার চৌধুরী জানান, ‘গত কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে মুক্তির তারিখ স্থগিত করা হয়। এখন সবকিছু জেনে-বুঝে মুক্তি দেয়া হয়েছে। এটি একটি মৌলিক গল্পের ছবি। দর্শক কোনো দেশের কোনো সিনেমার সঙ্গে গল্পের মিল পাবেন না। সিনেমাটির নাম দিয়েছি ‘ওয়ান ওয়ে : এক রাস্তা’। কারণ অপরাধ জগতের রাস্তা একটাই। সেখানে প্রবেশপথ আছে, কিন্তু বেরুবার পথ নেই। সিনেমাটি নির্মাণ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি দর্শক ভালো একটি সিনেমা উপভোগ করবেন। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, চিত্রনায়িকা ববি হক এবং অভিনেতা আনিসুর রহমান মিলন। অ্যাকশন-থ্রিলারধর্মী গল্পে নির্মিত হয়েছে এটি। বাপ্পি চৌধুরী বলেন, ‘তিনটি মানুষের রহস্যজনক জীবনযাপন ও থ্রিলার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এত দেখা যাবে এক গডফাদারকে। সে সবকিছুর কলকাঠি নাড়ে। ওয়ান ওয়ে একেবারেই বিনোদন প্যাকেজে নির্মিত হয়েছে। খুব পরিশ্রম করে এটি বানিয়েছেন ইফতেখার চৌধুরী। আমরাও চেষ্টা করেছি, সাদ্যমত চরিত্রের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন