শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে হামাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ব্রিটেনের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে। ফিলিস্তিনের এই প্রতিরোধকামী সংগঠনটিকে ব্রিটেন সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে এবং প্রকাশ্যে কেউ এই সংগঠনটিকে সমর্থন করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদÐ ভোগ করতে হবে। হামাসের রাজনৈতিক শাখার সদস্য আবু মুসা মারজুক সোমবার বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য তারা লন্ডনের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কৌশল ঠিক করছেন। হামাসের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ফিলিস্তিনি শরণার্থী গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে মারজুক বলেন, ফিলিস্তিনিদের কণ্ঠস্বর উচ্চকিত করার জন্য আমরা সবকিছু করব। তিনি বলেন, ফিলিস্তিনি ইস্যুকে তুলে ধরতে এবং তাদের অধিকার পুনর্বহাল করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি। গত নভেম্বর ব্রিটিশ সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। আনাদোলু।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন