ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। সংগঠনটি আরো বলেছে, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা অবর্ণনীয়।
‘শহীদ ফিলিস্তিনি দিবস’ উপলক্ষে গতকাল (শুক্রবার) হামাস এক বিবৃতি দিয়েছে। এতে সংগঠনটি বলেছে, "আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল অবর্ণনীয় অপরাধযজ্ঞ চালিয়েছে এবং দখলদার নেতারা, সেনারা এবং তাদের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে যে ঘৃণ্য গণহত্যা চালিয়েছে সেজন্য তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের আওতায় আনা হবে।”
ফিলিস্তিনি শহীদদের রক্তের প্রতি নতুন করে শপথ নিয়ে সংগঠনটি অঙ্গীকার ব্যক্ত করেছে যে, তারা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না করা এবং সমস্ত শরণার্থী ফিলিস্তিনি নিজ মাতৃভূমিতে না ফেরা পর্যন্ত প্রতিরোধের এই ধারা অব্যাহত রাখবে।
হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, "শহীদ পরিবারগুলোর প্রতি আমরা অনুগত থাকবো কারণ তারাই আমাদের জনগণের সঠিক অংশ।"
সূত্র: পার্সটুডে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন