দিনাজপুরের নবাবগঞ্জে মোঃ সৌরভ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামে তার নিজ বাড়ির পাশে নলশীষা নদীর পাড় থেকে পায়ের রগ কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সৌরভ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, সৌরভ নামে এক যুবকের লাশ বাড়ির পাশে নলশীষা নদীর পাড় থেকে পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন