শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে জনতা ব্যাংকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ৫:৪৬ পিএম

গ্রাহকদের দ্রুততর, নিরাপদ ও প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক কোর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড আজ (বৃহস্পতিবার) নাজিহার আইটি সলিউশন লিমিটেড এর সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ এর উপস্থিতিতে ব্যাংকের আইটি বিভাগের ডিজিএম খন্দকার মোহাম্মদ শরীফ উদ্দিন এবং নাজিহার আইটি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে. এম. সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ ও মোঃ আব্দুল মজিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসীম উদ্দিন, মোঃ আব্দুল জব্বার ও মোঃ কামরুল আহছান, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ, আইসিটি জিএম মোঃ নুরুল ইসলাম মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ চুক্তির মাধ্যমে বিদ্যমান কোর ব্যাংকিং সলিউশন টেমেনস টি২৪ সফটওয়্যারের ভার্সন আপগ্রেড ও পুনঃস্থাপন সুবিধা পাবে জনতা ব্যাংক লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন