বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তরুণ প্রজন্মের নাট্যকার ও প্রযোজক গুলশান হাবিব রাজীব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

২০০০ সাল থেকে মিডিয়াতে কাজ করে আসছেন গুলশান হাবিব রাজীব। শুরুতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে ফিচার লেখক হিসেবে কাজ শুরু করেন। বিনোদন রিপোর্টিং ও রম্য ম্যাগাজিনে তার লেখা নিয়মিত ছাপা হয়। পরবর্তীতে ‘ফ্যাশন বিচিত্রা’ ম্যাগাজিনে সাব-এডিটর পদে কর্মরত ছিলেন। ২০১৩ সালে বাংলাভিশনে প্রচারিত অপরাধ, অলৌকিক, অন্ধকার বিষয়ক ধারাবাহিক নাটক ‘অ-এর গল্প’ প্রচারিত হয়েছিল। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে প্রতি পর্বে আলাদা গল্প নিয়ে ধারাবাহিকটি নির্মাণ করা হতো। শামীম শাহেদ-এর উপস্থাপনায় এটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। দর্শক জনপ্রিয় এই ধারাবাহিকের বেশ কয়েকটি পর্ব লিখেছেন নাট্যকার গুলশান হাবিব রাজীব। এ বছরের ঈদ-উল-আযহায় বাংলাভিশনের জন্য নির্মিত থ্রিলারধর্মী টেলিফিল্ম ‘দ্য মাস্টারমাইন্ড’ লিখেছিলেন তিনি। বর্তমানে গুলশান হাবিব রাজীব-এর প্রযোজনায় বাংলাভিশনে ২টি অনুষ্ঠান প্রচার হচ্ছে। দেশ-বিদেশের সপ্তাহের সেরা ভিডিও ট্র্যাকস নিয়ে অনুষ্ঠান ‘টপ ট্র্যাকস’ প্রচার হচ্ছে প্রতি সপ্তাহে রবিবার সন্ধ্যা ৭টায় এবং বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘সিনেমার গান’ প্রচার হচ্ছে প্রতি রবি থেকে বৃহস্পতিবার বেলা ১টা ৩০মিনিটে। দুটি অনুষ্ঠানই দর্শকপ্রিয়তা পেয়েছে। উল্লেখ্য, গুলশান হাবিব রাজীব বর্তমানে টিভি-চ্যানেল বাংলাভিশনে সিনিয়র এক্সিকিউটিভ, প্রোগ্রাম অ্যান্ড পিআর পদে কর্মরত আছেন। তার জন্মস্থান পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন