তিন দিন ধরে নিখোঁজ রয়েছে বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনাতুল উলুম মাদারাসার শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান ইয়াছিন। সন্তানকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন নাজমুলের বাবা-মা।
এ ঘটনায় আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় নাজমুলের বাবা রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের মোঃ শফিকুল ইসলাম বাগেরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ নাজমুলের বাবা মোঃ শফিকুল ইসলাম জানান, আমার ছেলে মোঃ নাজমুল হাসান ইয়াছিন (১১) বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনাতুল উলুম মাদারাসায় আবাসিক ছাত্র হিসেবে হেফজ পড়ত। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। পরদিন বুধবার আমার স্ত্রী রোজিনা বেগম নাজমুলকে দেখতে মাদরাসায় যায়। নাজমুলকে না পেয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলে, তারা জানান মোঃ নাজমুল হাসান ইয়াছিন কাউকে কিছু না বলে মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসা থেকে বেরিয়ে গেছে। শফিকুল ইসলাম কান্নায় ভেঙ্গে পড়ে বলেন আমি আমার ছেলেকে আমি ফিরে চাই।
ভট্টকনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনাতুল উলুম মাদারাসার মুহাতামিম মাওলানা আলী আহমদ বলেন, আমাদের মাদরাসার কোন শিক্ষার্থী আগে কখনোই মাদরাসা থেকে নিখোঁজ হয়নি। মাদরাসার পক্ষ থেকে নাজমুলকে খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
বাগেরহাট মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, মোঃ নাজমুল হাসান ইয়াছিন নামে এক মাদারাসা শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা বেতার বার্তা প্রদান করেছি। নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন