বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খাঁ নদী যাত্রীবাহী ট্রলার ডুবে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই নদীতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে ট্রলারটি ডুবে যায়। পরে সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় চারজনের নিখোঁজের সংবাদ ছিল আমাদের কাছে। তবে ইতোমধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন