শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মধুমতি নদীতে নৌকাডুবি: তিন দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ বাদাম চাষীর লাশ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৮:০৮ পিএম

ফরিদপুর মধুখালী উপজেলার কামারখালী মধুমতি নদীতে একটি ডিঙ্গি নৌকা ডুবিতে এক বাদাম চাষীর নিখোঁজ হয়।

ঘটনার তিন পেরিয়ে গেলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ বসদাম চাষীর লাশ উদ্ধার করা যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার (০১-০৭-২০২১) তারিখ এই নৌকাডুবির ঘটনা ঘটলে ও মধুখালী ফায়ার সার্ভিস ও খুলনার একদল ডুবুরি প্রাণপণ চেষ্টা করেও ঐ কৃষকের কোন সন্ধান করতে পারেননি ডুবুরির দল।

নিখোঁজ বাদাম চাষী কামারখালী ইউনিয়নের চর-পুকুরিয়া গ্রামের জমির মোল্যার সন্তান মনিরুল মোল্যা (৩৫)।

মধুখালী ফায়ার সার্ভিস প্রত্যদর্শীরা, ইনকিলাব কে, জানান, , শুক্রবার মধুমতি নদীর বীপরীত পাড় গয়েশপুর চরে বাদাম ফসল দেখতে নৌকাযোগ রওয়ানা হয় এক শিশু ও ৮ কৃষক।

হটাৎ ডিঙ্গি নৌকাটি নদীতে প্রবল শ্রোতের কবলে পড়লে নৌকা ডুবির ঘটনা ঘটে।

তাৎক্ষণিক এলাকাবাসী চেষ্টা করে ৮জনকে উদ্ধার করলেও মনিরুলকে পাওয়া যায়নি।

এই বিষয়, মধুখালী ফায়ার সার্ভিসের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. টিটোব সিকদার জানান, খবর পেয়ে আমরা এবং খুলনার একটি ডুবুরি দল রাত ১০টা পর্যন্ত চেষ্টা করে নিখোঁজ কৃষকের কোন সন্ধান পায়নি।

সর্বশেষ গত (০২/০৭/২০২১) শনিবার ট্রলারে করে ওই কৃষকের খোঁজ করা হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখিত, বিষয় কথা হয় মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলামের সাথে। তিনি ঘটনার সত্যতা প্রমান করে বলেন, এখনও তাকে উদ্বারের খবর পায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন