শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফজলুর রহমান বাবুর নতুন গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

অভিনেতা-গায়ক ফজলুর রহমান বাবুর নতুন গান প্রকাশিত হতে যাচ্ছে। গানটির শিরোনাম ‘দুঃখের ফেরিওয়ালা’। ক্রীড়া সাংবাদিক শামীম হোসেনের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। ‘হাই স্পিড প্রোডাকশন’ ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে। নতুন গান নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘আমার প্রথম পরিচয় আমি একজন অভিনেতা। ভালোবাসা থেকেই গান করা। শামীম হোসেনের কথা ও সুরে ‘দুঃখের ফেরিওয়ালা’ গানটি করলাম। গানের কথাগুলো বেশ চমৎকার। সুরেও দরদ আছে। আশা করি, সবার ভালো লাগবে। সবাই বাংলা গান ও নাটকের সঙ্গেই থাকবেন। শামীম হোসেন বলেন, ‘আমি ভাগ্যবান যে, অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। এরচেয়ে আনন্দের আর কী হতে পারে! আমার বিশ্বাস, গানটি সবার ভাল লাগবে। উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি শামীম হোসেন নাটক-শর্টফিল্ম নিয়মিত রচনা ও পরিচালনা করেন। তার লেখা প্রথম শর্টফিল্ম ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর তিনটি নাটক ও ২০টির বেশি শর্টফিল্ম রচনা ও পরিচালনা করেছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন