শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফ্যাশন হাউসের মডেল হলেন রোজিনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

একটি ফ্যাশন হাউসের মডেল হলেন এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা। লাল রঙের লেহেঙ্গায় নব বধূবেশে তিনি প্রতিষ্ঠানটির ফটোশুটে অংশগ্রহণ করেন। এতে দেখা যায়, তিনি নববধূর সাজে সেজেছেন। ৬৬ বছর বয়সে তার এই বধূবেশের ছবিটি এখন সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। রোজিনা বলেন, নতুন সাজে নিজেকে দেখে খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছে, আমি সেই আশির দশকে চলে গিয়েছি। উল্লেখ্য, রোজিনা ১৯৭৬ সালে ‘জানোয়ার’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর এফ কবীর চৌধুরী পরিচালিত ‘রাজমহল’ মরহুম অভিনেতা ওয়াসিমের বিপরীতে নায়িকা হন। সুপারহিট এ সিনেমার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করে দর্শক মন জয় করেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার প্রথম পরিচালিত সরকারি অনুদনের সিনেমা ‘ফিরে দেখা’ এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন