২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করেছে জুরিবোর্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সম্ভাব্য বিজয়ীদের তালিকা পাঠানো হয়েছে। জুরিবোর্ডের সদস্য নিজামুল কবির জানিয়েছেন, জাতীয় পুরস্কারের ২৮টি ক্যাটাগরির মধ্যে এ বছর ২৭টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য সুপারিশ করেছে জুরিবোর্ড। ১টি ক্যাটাগরিতে ফুল নাম্বার দেওয়ার মত কাউকে পাওয়া যায়নি। তাই এটি ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে। তবে সেরা অভিনেত্রী, অভিনেতা, খলনায়ক, পরিচালক, নৃত্য পরিচালক, সাজসজ্জার তালিকা করা হয়েছে। তিনি জানান, গত সপ্তাহে জুরিবোর্ডের শেষ সভায় তাদের পক্ষ থেকে মনোনয়ন প্রক্রিয়ার কাজ শেষ করেছে। তালিকা তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সেখান থেকে অনুমোদন আসার পরই নাম প্রকাশ করা হবে। উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য এবার জমা পড়ে মোট ২৭টি সিনেমা। এর মধ্যে রয়েছে ১৪টি পূর্ণদৈর্ঘ্য, ৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৬টি প্রামাণ্যচিত্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন