শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ মুক্তিযুদ্ধের সিনেমা খন্ডগল্প ১৯৭১

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

মহান স্বাধীনতার মাসে চ্যানেল আই সাজিয়েছে মুক্তিযুদ্ধের সকল নির্মাণ নিয়ে অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধেও সিনেমা, নাটক, টেলিফিল্ম, মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত টক শো, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি। এ ধারাবাহিকতায় আজ বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে মুক্তিযুদ্ধের সিনেমা ‘খন্ডগল্প ১৯৭১’। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, আজাদ আবুল কালাম, শামস সুমন, বন্যা মির্জা, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। খন্ডগল্প-১৯৭১, একটি গ্রামের মানুষদের গল্প। প্রত্যেকটি গল্প বিছিন্ন। এই বিছিন্ন গল্পগুলো যে সূতোয় গাঁথা হয়, সেই সূতা ১৯৭১। যে গ্রামটিকে ঘিরে গল্প আবর্তিত হয়েছে, সেই গ্রামের অনেকেই ইতোমধ্যে বাড়ি ছেড়েছে। কেউ গেছে মুক্তিযুদ্ধে, আবার কেউ গ্রাম ছেড়েছে মিলিটারি আসবে এই ভেবে। ছোট-বড় যারা রয়ে গেছে তাদের দিন কাটে আতঙ্কে। এসব নিয়েই খন্ডগল্প-১৯৭১।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন