শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গুণীজন সংবর্ধনা

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ধানমÐির একটি চাইনিজ রেস্টুরেন্ট-এ ডাইনামিক কনজ্যুমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. আয়োজিত নতুন কনজ্যুমার ডিটারজেন্ট সামগ্রীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট আবিদা সুলতানা, কবি, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন এবং বাংলার পালা গান ও বাউল গানের অবদানের জন্য আব্দুল কুদ্দুস বয়াতী ও স্বাধীন বাংলা বেতারের অন্যতম সংগঠক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ টেলিভিশন ও বেতারের খ্যাতিমান শিল্পী মলয় কুমার গাঙ্গুলীকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সম্মাননা তুলে দেন ডাইনামিক কনজ্যুমার অ্যান্ড কেমিক্যাল ইন্ডা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এম. নাজমুল হাসান এবং মাননীয় চেয়ারম্যান সাজিয়া আইরিন হাসান। নাজমুল হাসান বলেন, আমরা বাণিজ্য করব কিন্তু পাশাপাশি থাকবে সেবামূলক কাজ। গুণীব্যক্তিদের সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত। আবিদা সুলতানা, রেজাউদ্দিন স্টালিন, আব্দুল কুদ্দুস বয়াতী ও মলয় কুমার গাঙ্গুলী প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট শিল্পীবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন