বিনোদন ডেস্ক : পাঁচ বছর পর বিজ্ঞাপনে মডেল হলেন অভিনেত্রী-উপস্থাপিকা নোভা। স¤প্রতি একটি খাবারের পণ্যের মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ধ্রæব হাসান। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে স¤প্রচার হবে। নোভা বলেন, মাঝে ভালো মানের বিজ্ঞাপনের অফার পাইনি বলে বিজ্ঞাপন করা হয়নি। তাছাড়া অভিনয়-উপস্থাপনা নিয়েও ব্যস্ত সময় পার করতে হয়েছে। অনেক বছর পর এবারের কাজটি করে বেশ ভালো লেগেছে। বিশেষ করে আইডিয়াটা দারুণ। দর্শকদের ভালো লাগবে আশা করছি। উল্লেখ্য, নেভার শেষ বিজ্ঞাপন ছিল ২০১১ সালে বাংলাদেশ মেলামাইনের। বর্তমানে তার অভিনীত ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে দহন, বৃষ্টিদের বাড়ি, তরুণ তুর্কি, বহুরূপী, বারো ঘরের এক উঠান ইত্যাদি। এছাড়াও বাংলাভিশনের সৌন্দর্য কথা অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন