বিনোদন ডেস্ক : কাজী হায়াৎ পরিচালিত ও মান্না অভিনীত দাঙ্গা সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ১৯৯২ সালে সিনেমাটি নির্মিত হয়। বলা হয়, এ সিনেমার মাধ্যমে মান্নার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত হয়। সাড়া জাগানো সেই সিনেমাটির সিক্যুয়াল নির্মাণের কথা শোনা যাচ্ছে। প্রযোজক ইকবাল সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিচ্ছেন। গত সপ্তাহে প্রযোজক ইকবাল দাঙ্গা-২ নির্মাণের ঘোষণা দেন। সিনেমাটি তিনি কাজী হায়াৎকে দিয়েই নির্মাণ করবেন বলে জানান। এজন্য প্রাথমিক প্রস্তুতি নেয়া হয়েছে। কাজী হায়াৎ বলেন, বর্তমান সময়ের দর্শকের রুচি ও দেখার ভঙ্গিতে অনেক পরিবর্তন ঘটেছে। প্রযোজক ইকবাল দাঙ্গা-২ স¤পর্কে আমার সাথে প্রাথমিক কথা বলেছেন। গল্প লেখার কাজও চলছে। লেখা শেষ হলে যদি আমার নিজের ভালো লাগে তবে এটি আমি পরিচালনা করব। প্রযোজক ইকবাল বলেন, কাজী হায়াৎ তার চলচ্চিত্রে সবসময় সমাজের নানা ধরনের অসঙ্গতির চিত্র তুলে ধরেন। তার নির্মিত দাঙ্গা চলচ্চিত্রটি সেসময় দারুণ সাড়া জাগিয়েছিল। তাই নতুন আঙ্গিকে চলচ্চিত্রটি তৈরি হোক এটাই আমার চাওয়া। আর মান্নার চরিত্রে অভিনয়ের জন্য শাকিবের সাথে প্রাথমিকভাবে কথা হয়েছে। শাকিব কাজ করতে রাজি হয়েছেন। মরহুম রাজীবের চরিত্রে মিশা সওদাগরের সাথে কথা হয়েছে। তিনিও রাজি হয়েছেন। সবকিছু ঠিক থাকলে আশা করি একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন