নীলফামারীর ডিমলায় ট্রাক চাপায় বিশ্বনাথ রায়(৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল এগারটার দিকে ডিমলা উপজেলা সদরের বাবুরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিশ্বনাথ রায় ডিমলা উপজেলার ডিমলা ইউনিয়নের উত্তর তিঁতপাড়া ভাটিয়া পাড়া এলাকার মিমানাথ রায়ের ছেলে। মৃতদেহ উদ্ধার করে থানায় রেখেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট-১১-৭১৮৩ নম্বরের ট্রাকটি নীলফামারী থেকে ডিমলায় যাচ্ছিলো পথিমধ্যে ডিমলা থেকে নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে বাবুরহাট এলাকায় ট্রাকটির সাথে সংঘর্ষ হয়। এ সময় মারা যান বিশ্বনাথ।
ডিমলা থানার ডিউটি অফিসার জেসমিন আকতার জানান, ট্রাক চালককে আটক করা না গেলেও ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন