সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘যে কথা হয়নি বলা’। নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। এতে জুটি হয়ে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও রুকাইয়া জাহান চমক। পারিবারিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এর গল্পে দেখা যায়, ডাক্তারি পড়ড়ে দিপা। টিউশনির টাকা দিয়ে নিজের পড়ার খরচ এবং সংসারের খরচ চালায় সো। খুব কষ্টে দিন কাটে দিপা ও তার মায়ের। আবির শিক্ষিত যুবক। মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা। আপন বলতে ঢাকা শহরে তার কেউ নেই। দিপা আবিরের দূর সম্পর্কের খালাতো বোন। দিপার সাথে আবিরের ভালো সম্পর্ক। দিপাদের পরিবারের যেকোনো সমস্যায় আবির এগিয়ে আসে। বাজার করে দেয়া, কখনো কখনো বাইরে থেকে ভালো খাবার কিনে এনে খাওয়ানো এমন অনেক কাজ করে দেয় সে। সবসময় দিপাদের পাশে থাকতে পছন্দ করে আবির। নির্মাতা জানান, শিঘ্রই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন