সাউন্ডটেক থেকে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী মৌসুমী চৌধুরীর নতুন মিউজিক ভিডিও ‘সেদিনও বৃষ্টি হয়েছিলো’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কাব্যিক পলাশ। সঙ্গীত আয়োজন করেছেন ওয়াহেদ শাহীন। মৌসুমী চৌধুরী বলেন, নতুন গানটি সবার কাছেই ভালো লাগবে আমার বিশ্বাস। সাউন্ডটেক থেকে প্রকাশিত হওয়াটা আমার জন্য বড় প্রাপ্য ছিল। এর সাথে সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গীতিকার সুরকার জনাব ইথুন বাবু স্যারের কাছে। তার উৎসাহ এবং ভালোবাসা আমার গানের ইচ্ছেটাকে আরো বড় জায়গায় নিয়ে গেছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পি। মডেল হিসেবে অভিনয় করেছেন সম আকবর, সামিহা ও আলী রেজোয়ান। মৌসুমী চৌধুরী ইতোমধ্যেই ইথুন বাবু'র সুর-সংগীতে আসিফ আকবরের সাথে একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন, যা মুক্তির অপেক্ষায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন