সঙ্গীতাঙ্গনের শ্রোতাপ্রিয় দুই তারকা শায়ান চৌধুরী অর্ণব ও তাহসান রহমান খান একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। কোকাকোলার নতুন বিজ্ঞাপনচিত্রে তাদের দেখা যাবে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। তাহসানকে এর আগে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে দেখা গেলেও এবারই প্রথম কোনো বিজ্ঞাপনে মডেল হয়েছেন অর্ণব। আদনান আল রাজীব জানান, গত সোমবার নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। চলতি মাসের শেষদিকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন