সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান এবং সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব কোমল পানীয় কোকাকোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সঙ্গীত প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। কোকাকোলা বাংলাদেশ তাদের চুক্তি সাথে স্বাক্ষর করেছে। প্রথমবারের মতো এই দুই তারকা কোকাকোলার জন্য একসাথে কাজ করবেন। তাহসান খান বলেন, কোকাকোলা সবসময়ই আমার জীবনের অংশ ছিল। তাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই কো¤পানিতে যুক্ত হওয়াটা আমার কাছে যৌক্তিক বলে মনে হয়েছে। সামনের দিনগুলোতে যে কাজগুলো আমরা করতে যাচ্ছি, তা নিয়ে আমি রোমাঞ্চিত। আশা করছি, সবাই আমাদের কাজ পছন্দ করবেন। অপরদিকে, শায়ান চৌধুরী অর্ণব সঙ্গীত প্রযোজক হিসেবে কোকাকোলার বিভিন্ন সঙ্গীত প্রকল্পে কাজ করবেন। তারা দুজন ২০২২ সালে বেশ কয়েকটি প্রকল্পে কোকাকোলার সাথে যুক্ত থাকবেন। অর্ণব বলেন, একজন শিল্পী হিসেবে কোকাকোলার আসন্ন বিভিন্ন সঙ্গীত প্রকল্পের অংশ হতে পারাটা চমৎকার ব্যাপার। কিছু দুর্দান্ত প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গীতে কোকাকোলা তার যাত্রা শুরু করতে যাচ্ছে। এসকল প্রকল্পের সঙ্গীত প্রযোজক হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি। আমাদের কাজগুলো সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, দেশের বিখ্যাত দুই শিল্পীর সাথে চুক্তি স্বাক্ষর করাটা আমাদের কো¤পানির জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই দুই শিল্পীর ব্যক্তিত্বে কোকাকোলার ভাবনা ফুটে উঠে । নিঃসন্দেহে এই পার্টনারশিপের সাফল্য নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন