ভিডিও বিভ্রাটের জেরে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত ডিসেম্বরে জারী থাকা কোভিড বিধির সময়, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কিছু সহকারী বড়দিনের পার্টি নিয়ে মশকরা করেছিলেন। বুধবার সেই ভিডিও ভাইরাল হতেই বেজায় অস্বস্তিতে পড়েন বরিস জনসন সরকার। কারণ সেই সময়, লন্ডনে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারী করেছিল খোদ ব্রিটিশ সরকার। যার কারণে ১০, ডাউনিং স্ট্রিটের তরফে তড়িঘড়ি করতে হয় প্রেস কনফারেন্স। সেখানে বিবৃতি দিয়ে বলা হয়, সেই সময় কোন রকম জমায়েত হয়নি। পরে প্রধানমন্ত্রী নিজেও সাংবাদিকদের জানান, “ওই ভিডিও ক্লিপ দেখে আমি নিজেও বেজায় ক্ষুব্ধ। ভিডিও’র মাধ্যমে যে বার্তা গিয়েছে, তার জন্য আমি নিজে ক্ষমা চাইছি।” সিএনএন।
মন্তব্য করুন