স্টাফ রিপোর্টার : ২৯তম টোকিও আন্তজার্তিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে যোগ দিতে জাপান যাচ্ছেন রিমন মাহফুজ ও আবুল হোসেন মজুমদার। জাপানের টোকিও শহরে আগামীকাল ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২৯তম টোকিও আন্তজার্তিক ফিল্ম ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংস্কৃতকি সম্পাদক হিসেবে রিমন মাহফুজ এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) সভাপতি হিসেবে আবুল হোসেন মজুমদার ফ্যাস্টিভ্যালে আমন্ত্রণ পেয়েছেন। টোকিও আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে যোগ দিতে রিমন মাহফুজ ও আবুল হোসেন মজুমদার ২৬ অক্টোবর চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে জাপান যাবেন। উল্লেখ্য, এ বছর রিমন মাহফুজ ফ্রান্সের কান শহরে গত ১১ থেকে ২২ মে ৬৯ কান চলচ্চিত্র উৎসবে দৈনিক আমাদের অর্থনীতির বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন। আবুল হোসেন মজুমদার বিভিন্ন সময় সাংস্কৃতিক সফর হিসেবে নেপাল, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বেশকিছু দেশে বাবিসাসের প্রতিনিধি হয়ে যোগ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন