শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বেঈমান লাভ

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সুনয়না ভার্মা (সানি লিওনি) একজন কর্মজীবী নারী। রাজ মালহোত্রা (রজনীশ দুগগাল) একজন নারীলিপ্সু পুরুষ। রাজ একবার এক নাইট ক্লাবে মাতাল অবস্থায় সুনয়নাকে যৌন হয়রানি করে চড় খায়। অপমানিত হয়ে সে প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেয়। সুনয়না কোথায় থাকে কী করে খোঁজ নিতে শুরু করে সে। শেষ পর্যন্ত সে জানতে পরে সুনয়না তার বাবার কোম্পানিতেই চাকরি করে। সবকিছু সহজ হয়ে যায় তার জন্য। সে একজনের সঙ্গে বাজি ধরে ১০ দিনের মধ্যেই সুনয়নাকে বিছানায় নেবে। সে তার সঙ্গে ছল করতে শুরু করে। আর সুনয়নাও তার শিকারে পরিণত হয়। এক সময় এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। সুনয়াকে বিয়ে করতে হবে এমন এক নাটক সৃষ্টি করে রাজ। কিন্তু শেষমুহূর্তে সে তাকে বিয়ে করতে অস্বীকার করে। সে সুনয়নাকে জানায়, এতদিন সে যা করেছে তা তার প্রতিশোধ নেবার জন্যই করেছে। বাগদান ভেঙে দেয় সে। সুনয়নার মাথায় আকাশ ভেঙে পড়ে। সুনয়নার মা মেয়ের বিয়ে ভেঙে গেছে জেনে আত্মহত্যা করে। মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সুনয়না। শুরু হয় প্রতিশোধের দ্বিতীয় পর্ব। ব্যবসা সম্পর্কে সুনয়নার ধারণা ছিল। সে নিজেই ব্যবসা শুরু করে এবং একসময় সাফল্য লাভ করে। তার এই ব্যবসার একমাত্র উদ্দেশ্য হলো রাজের ওপর প্রতিশোধ নেয়া। রাজ যেই ব্যবসা ধরতে যায় সেখানেই হাজির হয় সুনয়না। ক‚টকৌশল ব্যবহার করে সে রাজের সব ব্যবসা নিয়ে যেতে থাকে। ব্যাপক বিপর্যয়ের শিকার হয় রাজ। তাকে পথে বসানোই সুনয়নার লক্ষ্য। কিন্তু শেষপর্যন্ত কি সে সফল হবে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন