বিনোদন ডেস্ক: ঈদুল আযহার পূর্বে পূর্ণিমার একসঙ্গে দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার কথা ছিল। একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেছিলেন। সে সময় নাটক টেলিফিল্মে অভিনয় করা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন বিধায় দুটি বিজ্ঞাপনের শুটিং-এর জন্য সময় দেয়া হয়ে উঠেনি। ঈদ শেষে বেশ কিছুটা সময় পর আবারো বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন পূর্ণিমা। গত শনিবার রাজধানীর উত্তরার একটি শপিংমলে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। একটি বহুজাতিক কোম্পানির প্লাস্টিক সেলফ’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। পূর্ণিমা বলেন, ‘এরমধ্যে অনেক নাটক টেলিফিল্মে কাজ করার প্রস্তাব এসেছে। আপাতত আর ছোটপর্দায় কাজ করছি না। নিজের মতো করেই সময় কাটাচ্ছি। ঈদের আগেই দুটি বিজ্ঞাপনের কাজ করার কথা ছিল। সে সময় একটি কাজ করেছি, আরেকটি করিনি। তাই সময় বের করে আরেকটি বিজ্ঞাপনের কাজের জন্য সময় দিয়েছি। বিজ্ঞাপনটির গল্প ভাবনাটা বেশ ভালো।’ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সানবীম আশরাফ। উল্লেখ্য, ঈদের আগে একই পরিচালকের নির্দেশনায় পূর্ণিমা মডেল হয়েছিলেন ‘টপার প্রেসার কুকার’র বিজ্ঞাপনে। দুটি বিজ্ঞাপনই একসঙ্গে দেশের সবক’টি চ্যানেলে প্রচার শুরু হবে শিগগিরই। এদিকে আসছে ভালোবাসা দিবসে বিভিন্ন নাটক টেলিফিল্মে কাজ করার প্রস্তাব পেলেও এখনো কোনোটিতে কাজ করার জন্য সম্মতি জানাননি পূর্ণিমা। ভালো গল্প না হলে তিনি কাজ করবেন না বলেও জানিয়েছেন। পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’। প্রসঙ্গত জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ছবিতে যাত্রা শুরু করেন পূর্ণিমা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন