শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মুরাদ টিকিট হাতে দুবাই বিমানবন্দরে ঘুরছেন : মিলছে না ভিসা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ৯:৫৯ এএম

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছেন । মধ্যপ্রাচ্যের এ শহরে প্রবেশের চেষ্টা করলেও আগে থেকে ভিসা না নেওয়ায় তাকে বসিয়ে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তিনি বিমানবন্দনের করিডোরে ঘুরে ঘুরে সময় কাটাচ্ছেন।

দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, টরন্টো থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-২৪২ ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় দুবাইয়ে এসে পৌঁছান ডা. মুরাদ। এরপর তিনি বিমানবন্দরের টার্মিনাল-৩ এ প্রবেশ করেন। তবে অন-অ্যারাইভাল অথবা পর্যটন ভিসা না থাকায় তিনি ইমিগ্রেশন পার হতে পারেননি।

সূত্র আরও জানায়, বিমানবন্দরের ট্রানজিট এলাকায় বসে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন মুরাদ। তার সঙ্গে কথা বললেও শনিবার দুবাইয়ে সরকারি ছুটি থাকায় ভিসার ব্যবস্থা করতে পারেননি দূতাবাসের কর্মকর্তারা। তারা মুরাদকে রোববার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

ডা. মুরাদ হাসান দুবাই বিমানবন্দরে বসেই এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটের বিজনেস ক্লাসের একটি টিকিট কেটেছেন। ফ্লাইটটি দুবাইয়ের স্থানীয় সময় শনিবার মধ্যরাত (রোববার) ১টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়বে। সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। টিকিট কাটা থাকলেও শেষ পর্যন্ত তিনি ঢাকায় আসবেন কি না, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ টিকেট কাটার পরও মুরাদ বেশ কয়েকবার দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Add
Rasel Kazi ১২ ডিসেম্বর, ২০২১, ১১:১৯ এএম says : 0
ক্ষমতার অপব্যাবহার করলে এমনি হবে৷
Total Reply(0)
Add
Numan Ahmed ১২ ডিসেম্বর, ২০২১, ১১:১৯ এএম says : 0
সবেমাত্র শুরু হয়েছে। এখনো অনেক বাকি লাঞ্ছনার।
Total Reply(0)
Add
Shahadat Ripon ১২ ডিসেম্বর, ২০২১, ১১:২০ এএম says : 0
কতো পাওয়ার ছিলো মুরাদের!
Total Reply(0)
Add
Md Alamin Mhamud ১২ ডিসেম্বর, ২০২১, ১১:২১ এএম says : 0
লজ্জায় দিশেহারা দেশে এসে কিভাবে মুখ দেখাবে ?
Total Reply(1)
Add
MAK ১২ ডিসেম্বর, ২০২১, ১১:৪৫ এএম says : 0
MURAD to BEHAYAA!
Add
মেঘ ১২ ডিসেম্বর, ২০২১, ১২:২১ পিএম says : 0
সবাইকে পাকিস্তান পাঠাইতে চাইছেন এখন নিজে পাকিস্তান চলে যান গা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ