শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘দ্বীনি শিক্ষা ব্যতীত শান্তি আসবে না’

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

নরসিংদী শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম বৌয়াকুড় এর ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে গত শনিবার রাতে ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন বিকাল ৪টা থেকে শুরু হয়ে গভীর রাতে দোয়ার মাধ্যমে শেষ হয়। এ ইসলামী মহাসম্মেলনে বয়ান করেন কওমি মাদরাসা বোর্ডের মহাসচিব আল্লামা মাহফুজুল হক, মুফাসসিরে কোরআন (সিরাজগঞ্জ) মাওলানা আবদুল বাসেত খান, ফার্সি কবি মাওলানা শফিউদ্দীন, এ জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম এর প্রিন্সিপাল আল্লামা ইসমাঈল নুরপুরী, এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সেক্রেটারী মুন্সী শওকত আলী। উপস্থিত ছিলেন এ জামেয়ার জয়েন্ট সেক্রেটারী ও রাশিদিয়া সোপ ফ্যাক্টরী (হাতি মার্কা সাবান) এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক ভূইয়াসহ শত শত আলেম ওলামা। সম্মেলনে সভাপতিত্ব করেন তালিমী বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান ফয়জুল্লাহ সন্দিপী।
এ ইসলামী মহাসম্মেলনে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষায় কওমি মাদরাসাগুলো অগ্রণী ভূমিকা রাখছে। দ্বীন শিক্ষা ব্যতীত আমাদের মাঝে কখনো শান্তি আসবে না। আমাদের মাঝে দ্বীনি শিক্ষার অভাবে আজ আমাদের চরম অশান্তি বিরাজ করছে। মুসলমানের সন্তান হয়েও অমুসলিমের বক্তব্য দিচ্ছে এক শ্রেণির মানুষ। নেই আল্লাহতাআলার ভয়, নেই নবী মুহাম্মদ (সা.) এর মোহাব্বত। কাজেই আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তা না পারলে আপনার আমার সন্তানকে প্রথমে দ্বীনি শিক্ষা দিয়ে পরে স্কুল কলেজের শিক্ষা দেই। তা হলে তারা কখনো বিপথগামী হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন